ঢাকা, শনিবার, ৪ মে, ২০২৪

বায়ার্নের টানা ৫ জয়

জার্মান বুন্দেসলিগায় টানা পঞ্চম জয় তুলে নিয়েছে বায়ার্ন মিউনিখ। শুক্রবার রাতে প্রচণ্ড তুষারপাতের মধ্যেও তারা ১-০ গোলে হারিয়েছে হার্থা বার্লিনকে। এই জয়ে দ্বিতীয় স্থানে থাকা লাইপজিগের চেয়ে ১০ পয়েন্টে এগিয়ে থেকে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে বাভারিয়ানরা। ২০ ম্যাচ থেকে বায়ার্নের সংগ্রহ ৪৮ পয়েন্ট।


হার্থা বার্লিনের মাঠে শুক্রবার রাতে বৃষ্টির মতো তুষারপাত হচ্ছিল। সঙ্গে ছিল হাড় কাঁপানো ঠাণ্ডা। তবে তুষারপাত ও হাড় কাঁপানো ঠাণ্ডার মধ্যেও জয় তুলে নিতে সমস্যা হয়নি বায়ার্নের।


ম্যাচের ২১ মিনিটে কিংসলে কোম্যানের গোলে এগিয়ে যায় বায়ার্ন। এ সময় ফিরে আসা বল থেকে গোল করেন কোম্যান। তার গোলটি বাকি সময়ে আর শোধ দিতে পারেনি হার্থা বার্লিন।


এই জয়ের আত্মবিশ্বাস নিয়েই কাতার যাবে বায়ার্ন। খেলবে ফিফা ক্লাব বিশ্বকাপের সেমিফাইনাল। যেখানে তাদের প্রতিপক্ষ মিশরের ক্লাব আল আহলি। 


এ যাত্রায় ক্লাব বিশ্বকাপের শিরোপা জিততে পারলে ১০ মাসেরও কম সময়ে ৬টি শিরোপা জয়ের কৃতিত্ব দেখাবে বায়ার্ন। ছুঁয়ে ফেলবে ২০০৯ সালে বার্সেলোনার গড়া শিরোপা জয়ের রেকর্ড।

ads

Our Facebook Page